রানি এলিজাবেথ সব সময় সঙ্গে হাতব্যাগ রাখতেন যে কারণে

 রানি এলিজাবেথ সব সময় সঙ্গে হাতব্যাগ রাখতেন যে কারণে

ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ সবসময় সঙ্গে হাতব্যাগ রাখতেন

পোশাক-আশাকের ব্যাপারে রানি দ্বিতীয় এলিজাবেথের রুচি ছিল রানির মতোই। লনার ব্র্যান্ডের হাতব্যাগ ছাড়া ‘হার ম্যাজেস্টি’র কোনো ছবি খুঁজে পেতে বেগ পেতে হবে। এর আগে এক প্রতিবেদনে বলা হয়, এমন ২০০টির মতো ব্যাগ ছিল তাঁর।

আর রানিকে নিয়ে যেমন অনেক চমৎকার গোপন তথ্য রয়েছে, রানির হাতব্যাগ নিয়েও রয়েছে। খালি চোখে কি আর তার সব দেখা যায়? অনেকটা জেমস বন্ডের মতোই, হাতব্যাগের সাহায্যে রাজ কর্মচারীদের গোপন সংকেত পাঠাতেন রানি এলিজাবেথ।

জীবনটাকে আরেকটু সহজ করতে লাইফস্টাইল নিয়ে আরও লেখা পড়ুন

রিডার্স ডাইজেস্ট কানাডার এক প্রতিবেদনে বলা হয়, এই সংকেতগুলোর মাধ্যমে যেকোনো সময় কোনো কথোপকথনের ভেতর থেকে বেরিয়ে আসতে পারতেন তিনি। কারও সঙ্গে কথা বলার সময় রানি যদি তাঁর হাতব্যাগ বাঁ হাত থেকে ডান হাতে নিতেন, তাঁর সঙ্গে থাকা কর্মীরা বুঝতে পারেন রানি এখন কথা শেষ করতে চাচ্ছেন। আর মেঝেতে ব্যাগ ফেলে দিলে বুঝতে হবে উদ্ভূত পরিস্থিতি থেকে যত দ্রুত সম্ভব তিনি মুক্তি চান। নৈশভোজে গিয়ে যদি তাঁর ব্যাগ টেবিলের ওপর রাখেন তো বুঝতে হবে পরবর্তী পাঁচ মিনিটের মধ্যে নৈশভোজ শেষ করতে চান তিনি।

আর ব্যাগে সব সময় কী রাখতেন তিনি? রাজ পরিবারের জীবনী রচয়িতা স্যালি বিডেল স্মিথ বলেন, রানির ব্যাগে আর ১০টা নারীর মতোই সাধারণ জিনিস থাকে। হয়তো একটি আয়না, লিপস্টিক, মিন্ট লজেন্স এবং চশমা।

রাজ পরিবারের বাকি সদস্যদেরও নিয়ম মেনে পোশাক পরতে হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

Your email address will not be published.