তুরস্কের আয়হান উজুন ফেসবুক লাইভে এসে জানিয়েছিলেন, তাঁর কন্যা বিয়ে করছেন। তবে বিয়েতে তাঁর সম্মতি নেই। ব্যাপারটা তিনি কোনোভাবেই মানতে পারছেন না। এর খানিক বাদেই সেই ভিডিওতেই পিস্তল হাতে আত্মহত্যা করতে দেখা যায় ৫৪ বছর বয়সী আয়হান উজুনকে। এটা ২০১৭ সালের অক্টোবরের ঘটনা। একই বছরের মার্চে ফেসবুক ঘোষণা দিয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তারা ফেসবুকে আত্মহত্যার […]পড়ুন