এনজিওতে সিনিয়র অফিসার পদে চাকরি

 এনজিওতে সিনিয়র অফিসার পদে চাকরি

আবেদন করুন দ্রুত। প্রতীকী ছবি: পেক্সেলস

পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশন বিভাগে সিনিয়র অফিসার পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ওয়াটার অ্যান্ড লাইফ বাংলাদেশ। নিয়োগের ধরন স্থায়ী। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন, আবার ই-মেইল করেও সিভি পাঠাতে পারবেন।

পদের নাম: সিনিয়র অফিসার (পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশন)

পদসংখ্যা:

ন্যূনতম যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ কিংবা বিজনেস অ্যাডমিনিসট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা বেশি থাকলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে এক থেকে দুই বছর পার্টনারশিপ, ফান্ডরাইজিং ও কমিউনিকেশনে এবং এক থেকে দুই বছর কোনো আন্তর্জাতিক সংস্থায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। লেখালেখির আগ্রহ বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট সাইকেল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এয়ারটেবল, ক্যানভা ও পিকটোচার্টের কাজ জানতে হবে। গ্রাফিকসের কাজ জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ঢাকা ও চট্টগ্রামে নিয়মিত ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: স্থায়ী

কর্মস্থল: বনানী (ঢাকা)

বেতন: মাসিক ৪০,০০০-৪৫,০০০ টাকা (দক্ষতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)
সুযোগ–সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, স্বাস্থ্য বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিলসহ সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।

আবেদন শেষ: ৩১ মে, ২০২৩।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা বিডিজবস থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিচের দিকে ‘Apply Online’ বোতামে ক্লিক করে আবেদন করতে পারবেন। এ ছাড়া recruitment.bd@waterandlife.ngo ঠিকানায় সিভি ই-মেইল করেও আবেদন করা যাবে। সে ক্ষেত্রে ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *