জানি না কেবল আমার বেলায় কি না, তবে ফেসবুকে মাঝেমধ্যেই একটা ছবি দেখা যায়। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার সে ছবিতে প্রশ্ন জুড়ে দেয়া হয়- যেখানে সংক্ষিপ্ত ও সরল পথ তৈরি করলেই হয়ে যেত, সেখানে অযথা আঁকাবাঁকা করে দীর্ঘ সড়ক তৈরির যুক্তি কী? চলুন আমরা যুক্তি খোঁজার চেষ্টা করি। শক্তিশালী ইঞ্জিনের কোনো কার হয়তো ঠিকঠাক গিয়ারে খাড়া […]পড়ুন