বাংলাদেশ ব্যাংকের এডি পদে আবারও বিজ্ঞপ্তি, এবার পদসংখ্যা ১০০
সহকারী পরিচালক (এডি) পদে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দিন কয়েক আগে এডি পদে আগের ব্যাচের চূড়ান্ত ফল প্রকাশের পরপরই নতুন আরেকটি বিজ্ঞপ্তি দিল কেন্দ্রীয় ব্যাংক। এই দফায় ১০০ জন সহকারী পরিচালক নেওয়া হবে। তবে পদসংখ্যায় পরিবর্তন আসতে পারে। আবেদন গ্রহণ শুরু হবে ৫ জুন থেকে, চলবে ৬ জুলাই পর্যন্ত।
পদের নাম: সহকারী পরিচালক (এডি)
পদসংখ্যা: ১০০ (বাড়তে-কমতে পারে)
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে সহকারী পরিচালক (জেনারেল) পদে আবেদন করা যাবে। এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। ৬ জুলাই তারিখ বা এর আগে যাঁদের স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে, তাঁরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে (নবম গ্রেড) বেতন এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন অংশ থেকে আবেদন করতে হবে। প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হবে। আবেদনের পূর্বে নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন মূল বিজ্ঞপ্তি থেকে।
আবেদনের সময়সীমা: ৫ জুন থেকে ৬ জুলাই, ২০২৩