৭৬ বছর পর লাইব্রেরিতে ফিরল বই

 ৭৬ বছর পর লাইব্রেরিতে ফিরল বই

বাড়িতে বইয়ের তাক পরিষ্কার করছিলেন চার্লি স্টাডি। ইংলিশ নাট্যকার রোনাল্ড ডানকানের লেখা ‘দিজ ওয়ে টু দ্য টম্ব’-এর একটি কপি খুঁজে পান। কভার ওলটাতেই তার আক্কেলগুড়ুম। যুক্তরাজ্যের কিংসলি লাইব্রেরি থেকে ৭৬ বছর আগে ধার নেয়া বই সেটি, এতদিন ফেরত দেওয়া হয়নি।

ধারণা করা হচ্ছে, বইটি চার্লির প্রয়াত মা আইলিন হয়েল ধার করেছিলেন। ইউনিভার্সিটি থেকে যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের বাড়ি ফেরার সময় হয়তো লাইব্রেরি থেকে নিয়েছিলেন।

বইয়ে যুক্ত তালিকা থেকে জানা যায়, সেটি ১৯৪৬ সালের ১৭ জুলাই নিয়েছিলেন হয়েল। তার মাসখানেক আগে লাইব্রেরিতে আসে সে বই, হয়েলের আগে কেবল আর একজন সেটি নিয়েছিলেন।

বইটি পাওয়ার পর কিংসলি লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করেন চার্লি স্টাডি। লাইব্রেরির কর্মকর্তা হিসাব কষে দেখলেন অতিরিক্ত প্রতি দিনের জন্য বর্তমান হারে ১৫ ব্রিটিশ পেন্স করে আদায় করা হলে মোট ৩ হাজার ৫৫২ পাউন্ড জরিমানা করতে হয়। তবে লাইব্রেরি কর্তৃপক্ষ সে জরিমানা মওকুফের সিদ্ধান্ত নেয়।

চার্লি থাকেন ইস্ট ইয়র্কশায়ার। নিউজউইককে তিনি বলেন, ‘এটা নিশ্চয় কাকতালীয়। সপ্তাহের শুরুতে বেশকিছু বইয়ের তাক পরিস্কারের সময় আমি বইটি পাই। দেখলাম সেটি আমার না, তাই মনে হলো নয় বছর আগে আমার মা মারা যাওয়ার পর তার বাড়ি থেকে হয়তো আনা হয়েছিল। হতে পারে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তিনি লাইব্রেরি থেকে বইটি নিয়েছিলেন, পরে ফিরিয়ে দিতে ভুলে যান।’

চার্লি আর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নাট্যদলে তিনি ছিলেন বলে আমার মনে পড়ে না। তবে তিনি আগ্রহী পাঠক ছিলেন, নানা বিষয়ে তার আগ্রহ ছিল। আমার মা আজীবন বই ভালবেসেছেন।’

আইলিন হয়েল পড়তেন লন্ডন ইউনিভার্সিটিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়তে শুরু করেন। পরবর্তীতে সিটিজেনস অ্যাডভাইস ব্যুরোতে কর্মরত ছিলেন।

ঘটনাটি চমৎকার উল্লেখ করে ব্র্যাডফোর্ড কাউন্সিলের সারাহ ফেরিবি নিউজউইককে বলেছেন, ‘বইটি ফিরেছে দেখে ভালো লাগছে। এখন সেটি কাইলি লাইব্রেরিতে রাখা আছে। অতিমারির সময় আমরা বেশ কিছু জরিমানা মওকুফের উদ্যোগ নিয়েছিলাম যেন পাঠকেরা লাইব্রেরিতে বই ফিরিয়ে দিতে আগ্রহী হয়। তবে ৭৬ বছর আমাদের লাইব্রেরির জন্য একটি রেকর্ড। আমরা অবশ্যই চার্লি স্টাডিকে তার মার ধার নেওয়া বইয়ের জন্য জরিমানা করবো না। আর পাঠকদের জানা উচিত আমরা কখনোই বইয়ের মোট দামের চেয়ে বেশি জরিমানা চাইব না।’

আরও পড়ুন

মন্তব্য করুন

Your email address will not be published.