একাধিক পদে কর্মী নিয়োগ দিচ্ছে বাংলাদেশ চা বোর্ড

 একাধিক পদে কর্মী নিয়োগ দিচ্ছে বাংলাদেশ চা বোর্ড

কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ চা বোর্ড

একাধিক পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ চা বোর্ড। সঙ্গে থাকছে বোর্ডের অধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ও প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)। প্রতিষ্ঠানগুলোতে আট ধরনের পদে ১১ থেকে ২০তম গ্রেডে অস্থায়ী নিয়োগ দেওয়া হবে। নিয়োগ পাবেন ১০ জন। আগ্রহীদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

বেসরকারি ও সরকারি চাকরির খবর এবং সব নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

ফোরম্যান পদে একজন

পদ: ফোরম্যান

গ্রেড: ১১তম

পদের সংখ্যা: একটি

যোগ্যতা: সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে প্রযুক্তি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল কিংবা মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমাসহ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগের পর কর্মস্থল হবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা বোর্ডের বিটিআরআইয়ে।

সিনিয়র মেকানিক পদে একজন

পদ: সিনিয়র মেকানিক

গ্রেড: ১৪তম

পদের সংখ্যা: একটি

যোগ্যতা: আবেদনের জন্য এসএসসি পাসসহ সংশ্লিষ্ট বৃত্তিমূলক প্রতিষ্ঠান থেকে সনদধারী হতে হবে। ড্রাইভিং ও মেকানিক্যাল কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন থাকলে পাবেন অগ্রাধিকার। নিয়োগের পর কর্মস্থল হবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা বোর্ডের বিটিআরআইয়ে।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে দুইজন

পদ: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

গ্রেড: ১৬তম

পদের সংখ্যা: দুইটি

যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। সঙ্গে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে মিনিটে যথাক্রমে ১৫ ও ২০ শব্দের গতি থাকতে হবে।

গাড়িচালক পদে একজন

পদ: গাড়িচালক

গ্রেড: ১৬তম

পদের সংখ্যা: একটি

যোগ্যতা: ভারী, মধ্যম কিংবা হালকা যান চালনার জন্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকা জরুরি।

কার্পেন্টার পদে একজন

পদ: কার্পেন্টার

গ্রেড: ১৬তম

পদের সংখ্যা: একটি

যোগ্যতা: সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ছুতার কাজের সনদ ও সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

কুক পদে একজন

পদ: কুক

গ্রেড: ১৯তমপদের সংখ্যা: একটি

যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস কিংবা সংশ্লিষ্ট বিষয়ে সমমানের কারিগরি প্রশিক্ষণধারী হতে হবে। রান্না জানতে হবে। সুস্বাস্থ্য থাকা জরুরি।

চেইনম্যান পদে একজন

পদ: চেইনম্যান
গ্রেড: ২০তম
পদের সংখ্যা: একটি
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

মালি পদে একজন

পদ: মালি

গ্রেড: ২০তম

পদের সংখ্যা: একটি

যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

বয়সসীমা

আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

যেভাবে আবেদন

বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড ও পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা চার কপি রঙিন ছবি (দৈর্ঘ্য-প্রস্থে ৫ সেন্টিমিটার) সংযুক্ত করতে হবে। এর মধ্যে এক কপি ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট তিন কপি ছবি স্ট্যাপল করে যুক্ত করতে হবে।

আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিখে ১০ টাকার ডাকটিকিটসংবলিত ১০ ইঞ্চি বাই সাড়ে ৪ ইঞ্চি মাপের একটি ফেরত খাম আবেদনের সঙ্গে পাঠাতে হবে। খামের ওপর ডান পাশে পদের নাম ও জেলার নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। আবেদনপত্র অফিস চলাকালীন ডাকযোগে/সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০।

আবেদনের শেষ সময় ৫ মার্চ ২০২৩।

আরও পড়ুন

মন্তব্য করুন

Your email address will not be published.