স্মার্টফোনটিকেই বানিয়ে ফেলুন স্মার্টটিভির রিমোট কন্ট্রোল

স্মার্টফোনে অ্যাপ ইনস্টল করে ফোন থেকেই অ্যান্ড্রয়েড টিভি নিয়ন্ত্রণ করা যায়। ছবি: মূল ছবি: আনস্প্ল্যাশ
অ্যান্ড্রয়েড টিভির রিমোট কন্ট্রোল ডিভাইস হিসেবে স্মার্টফোন ব্যবহার করা যায়। অর্থাৎ স্মার্টফোন থেকেই নিয়ন্ত্রণ করা যায় স্মার্টটিভি। অনেক ব্র্যান্ডের স্মার্টফোনে আগে থেকেই এমন সুবিধা থাকে। আর না থাকলে ফোনে ইনস্টল করে নিতে পারেন ‘অ্যান্ড্রয়েড টিভি রিমোট কন্ট্রোল’ অ্যাপ। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের পাশাপাশি আইফোনেও অ্যাপটি ব্যবহার করা যায়।
যেভাবে অ্যান্ড্রয়েডে রিমোট কন্ট্রোল অ্যাপ সেটআপ করবেন
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ফোনে কমপক্ষে অ্যান্ড্রয়েড ৪.৩ সংস্করণ ইনস্টল থাকতে হবে। ফোনের সেটিংস অ্যাপ থেকে ‘অ্যাবাউট ফোন’ বা এ ধরনের অপশনে অ্যান্ড্রয়েডের সংস্করণ নম্বর পাবেন। যেভাবে কাজটি করতে হবে—
- প্লে স্টোর থেকে স্মার্টফোনে অ্যান্ড্রয়েড টিভি রিমোট কন্ট্রোল অ্যাপ নামিয়ে ইনস্টল করে নিন।
- আপনার অ্যান্ড্রয়েড টিভি এবং স্মার্টফোন একই ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত করুন।
- স্মার্টফোনে অ্যান্ড্রয়েড টিভি রিমোট কন্ট্রোল অ্যাপ খুলুন।
- আপনার অ্যান্ড্রয়েড টিভির নাম দেখাবে, তাতে ট্যাপ করুন।
- টিভির পর্দায় একটি পিনকোড দেখাবে।
- স্মার্টফোনে সেই কোডটি দিয়ে ‘পেয়ার’-এ ট্যাপ করুন।
আইফোনে অ্যান্ড্রয়েড টিভি রিমোট কন্ট্রোল অ্যাপ ব্যবহার করবেন যেভাবে
আইফোন এবং আইপ্যাডের বেলায় রিমোট কন্ট্রোল অ্যাপটি ব্যবহারের জন্য অপারেটিং সিস্টেম আইওএস ৮ বা পরবর্তী সংস্করণের হতে হবে। সেটআপের বাকি প্রক্রিয়া একই। কাজটি যেভাবে করবেন—
- অ্যাপল অ্যাপ স্টোর থেকে আইফোনে অ্যান্ড্রয়েড টিভি রিমোট কন্ট্রোল অ্যাপ নামিয়ে ইনস্টল করে নিন।
- একই ওয়াই-ফাই নেটওয়ার্কে আইফোন ও অ্যান্ড্রয়েড টিভি যুক্ত করুন।
- স্মার্টফোনে অ্যান্ড্রয়েড টিভি রিমোট কন্ট্রোল অ্যাপ খুলুন।
- আপনার অ্যান্ড্রয়েড টিভির নাম দেখালে তাতে ট্যাপ করুন।
- টিভির পর্দায় একটি পিনকোড দেখাবে।
- আইফোনে পিনকোডটি দিয়ে ‘পেয়ার’ নির্বাচন করুন।